এনবি নিউজ : পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল তুলেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। সকালে সংসদ অধিবেশনে তিনি এ সংক্রান্ত তিনটি বিল উত্থাপন করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি বিল তোলেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।
করোনার মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় বিকল্প মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছে সংসদে। শিক্ষামন্ত্রী দীপু মনি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংক্রান্ত তিনটি সংশোধনী বিল সংসদে তোলেন।
পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আমাদের প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনে যেহেতু রয়েছে পরীক্ষা পূর্বক ফলাফল প্রকাশ করতে হবে, কিন্তু বৈশ্বিক মহামারী কোভিডের কারণে আমরা এবার পরীক্ষা নিতে পারিনি। বিশেষ পদ্ধতিতে ফলাফল দিতে চাচ্ছি। এজন্য আইনটি সংশোধন প্রয়োজন। মহান সংসদ থেকে আইনটি পাস করে দিলেই দ্রুততার সঙ্গে আমরা ফলাফল প্রকাশ করতে পারব।
এই বিল সংসদের অনুমোদন পেলে ২৮শে জানুয়ারির মধ্যে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর আগে জানিয়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিবের এই বক্তব্য প্রসঙ্গে সংসদে আপত্তি তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি বিল তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর খুলনা অঞ্চলের সব মেডিকেল কলেজ, নার্সিংসহ চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউট খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাবে। অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণকে ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলেন চিফ হুইপ নুরে আলম চৌধুরী। পরে এই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা করেন সংসদ সদস্যরা।
সাহো/১৯ জানুয়ারি, ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473