এনবি নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার ভারত সরকারের প্রতি এই কৃতজ্ঞতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকে সম্মানজনক পুরস্কারে ভূষিত করা জাতির পিতার পক্ষে বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের বিষয়। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে যখন বঙ্গবন্ধু এই ভিত্তি স্থাপন করেছিলেন, তখন দেশের স্বাধীনতার ৫০তম বছরে এই সম্মান বিশেষ গুরুত্ব বহন করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এমন এক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য নিবিড় শ্রদ্ধাঞ্জলি এই পুরস্কার বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশ যেমন বঙ্গবন্ধুর ঐতিহ্যকে স্মরণ করে, তখন এই পুরস্কার তার জনগণের স্বাধীনতা, অধিকার, আকাঙ্ক্ষা ও মুক্তি এবং অনাহারমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে তার দীর্ঘকালীন সংগ্রামের স্বীকৃতির পরিচয় বহন করে।