এনবি নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেশ কদিন ধরে জ্বরে ভুগছেন। গত বুধবার করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে রিজভীর রোগমুক্তি কামনায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বলেন, রিজভী আহমেদের জ্বর কিছুটা কমেছে, খাবার রুচিও আগের চেয়ে বেড়েছে। তবে শরীর খুব দুর্বল এবং ডায়াবেটিসও বেড়েছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে। আগামী দু-একদিনের মধ্যে ফুসফুসের সিটি স্ক্যান করা হবে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473