এনবি নিউজঃ আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটে ভারত থেকে চিকিৎসা সহায়তা হিসেবে পাঠানো ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে। অবশেষে কোভিড ১৯-এর ভ্যাকসিন হাতে পেল বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ দুপুরেই ভ্যাকসিন হস্তান্তর করা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনে এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী এসব ভ্যাকসিন (টিকা) তুলে দেবেন বলে জানা গেছে।
সরকারিভাবে বাংলাদেশ ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে আরও তিন কোটি ডোজ টিকা কিনবে, প্রথম চালান হিসেবে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে।
এ টি/ ২১ জানুয়ারি ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473