এনবি ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টে-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে উভয় দল।
সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে। তবু আজকের ম্যাচ অতিগুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে।
কারণ একটি মাত্র জয় লজ্জার ইতিহাসকে থামিয়ে দিতে পারে। আজকের ম্যাচ হারলে টানা ৩২ হার হবে টাইগারদের।
নিউজিল্যান্ডের মাঠে অতীতে টেস্ট, ওয়ানডে— এমনকি টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
এমন পরিস্থিতি সামনে রেখেই জানা গেল, শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ।
বিসিবি সূত্রে জানা গেছে, ঊরুর মাংসপেশির চোটে পড়েছেন মাহমুদউল্লাহ। চোট অবশ্য অতটা গুরুতর নয়। তবে ফিটনেস পরীক্ষার উত্তীর্ণ হতে পারেননি তিনি। যে কারণে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।
তার বদলে আজ শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
কারণ ম্যাচ থেকে মাহমুদউল্লাহ ছিটকে পড়ায় আজ সিনিয়র খেলোয়াড় বলতে কেউ নেই একাদশে।
দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজনও নেই আজকের ম্যাচে। ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
গত ম্যাচের মতো এই ম্যাচেও নেই আরেক অভিজ্ঞ পাণ্ডব মুশফিকুর রহিম। আগের দুই ম্যাচ কাঁধের ব্যথায় খেলতে পারেননি মুশফিক।
মুশফিক এখনও ফিটনেস ফিরে পাননি বলে আভাস দিয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার।
স্ত্রী-সন্তানদের সময় দিতে নিউজিল্যান্ড সফরেই আসেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বদলি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকেই অনুপস্থিত।
যে কারণে স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব এসে পড়েছে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে।
এ ম্যাচে খেলছেন না পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে।
এর পরও শেষ ম্যাচ নিয়ে আশার সলতে পাকিয়েছেন সৌম্য সরকার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কথা বলেছে তার ব্যাট।
২৭ বলে ৫১ রান করেছেন।
শেষ ম্যাচ নিয়ে সৌম্য বলেছেন, ‘জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি সেভাবে নয়। হচ্ছে কী, একদিন বোলাররা ভালো করছে তো আরেকদিন ব্যাটসম্যানরা। এভাবে তো হয় না। তিন বিভাগেই একসঙ্গে ভালো করতে পারলে তবেই জেতা সম্ভব।’
সব মিলিয়ে আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি।
শেষ ম্যাচে জায়গা পাননি মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় আজ একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপটিল, ফিন অ্যালিন, ডেভন কনওয়ে, উইলি ইয়ং, গ্লেন ফিলিপস, ড্রাইল মিসেল, টিম সাউদি, ইস সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473