এনবি নিউজ : ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে না। বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ও ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী পেলের নামে স্টেডিয়ামটির নামকরণ করার কথা থাকলেও বিতর্কের জেরে তা আর হচ্ছে না।
কয়েক সপ্তাহ আগেই রিও ডি জেনেরোর রাজ্যসভার ভোটে সিদ্ধান্ত হয় যে মারাকানা স্টেডিয়ামের নাম বদলে ‘কিং পেলে স্টেডিয়াম’ রাখা হবে। এরপর থেকে অনেক ভক্ত-সমর্থক এর বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল, রাজ্যের বাইরের কারও নামে এ বিখ্যাত স্টেডিয়ামের নামকরণ করা ঠিক হবে না। ফলে তাদের দাবি মেনে নিয়ে নাম পরিবর্তন থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
১৯৫০ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের আয়োজক হিসেবে মারাকানা স্টেডিয়ামের বিশেষ পরিচিতি রয়েছে। সবশেষ ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে এই স্টেডিয়ামটিতে।
১৯৪০ সালে একবার রিও ডি জেনেরোর সাংবাদিক মারিও ফিলহোর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়। কেননা এটি বানানোর ক্ষেত্রে তারই অবদান ছিলো সবচেয়ে বেশি। তবে মানুষ এটিকে মারাকানা স্টেডিয়াম নামেই ডেকে থাকে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473