এনবি নিউজ : আজ রবিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬৯১ জন। একই সময়ে প্রথম ডোজ নিয়েছেন ২৩ হাজার ৬৫৭ জন।
দেশে এই পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ২৭ হাজার ১০৭ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৭১৭ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৪৮ জনের (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি)। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৩৯ হাজার ৬৭৩ জন।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৩ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে পুরুষ ১৪ হাজার ২৪৫ জন ও নারী নয় হাজার ৪১২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬৯১ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার ২৮৩ জন ও নারী ৫১ হাজার ৪০৮ জন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473