এনবি নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুইটি বিশেষ ফ্লাইটে করে সৌদি আরব ও ওমান গেলেন ৪৭৬ জন প্রবাসীকর্মী। আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে তারা যাত্রা করেন।
বিমানবন্দর সূত্র জানায়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্যে ও সিঙ্গাপুরে প্রবাসীকর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে। আজ সকাল থেকে দুটি বিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমানের উদ্দেশে রওনা হন ৪৭৬ জন প্রবাসীকর্মী। তাদের মধ্যে বিমানে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২০৫ জন যান। আজ রাত ১২টা পর্যন্ত আরও নয়টি ফ্লাইটে দেড় সহস্রাধিক যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার শিডিউল রয়েছে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473