এনবি নিউজঃ সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ (এইচএম) এরশাদ ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফকে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
হুসেইন মুহাম্মদ এরশাদ ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফের মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করে সম্প্রতি সিআইডি এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। আদালত ২৫ জানুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন।
অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ আদেশ দেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার কুতুবুর রহমানের সাক্ষ্যগ্রহণের দিন আগামী ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।
এ টি/ ২৫ জানুয়ারি ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473