এনবি নিউজ : নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না তা ভারতে করোনাভাইরাস পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল সোমবার (১৭ মে) এ সব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দূরপাল্লার বাস ট্রেন লঞ্চ কবে থেকে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। একইসঙ্গে করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ বাড়বে কি না সে সম্পর্কেও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ভারতের পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু। আমরা ভারতের দিক নজর রাখছি। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের চিত্র আমরা পেয়ে যাব। তখন লকডাউন বাড়বে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদের সদস্যরা ভার্চুয়াল এর মাধ্যমে সভায় যুক্ত হন।
বৈঠকে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়। এ ছাড়া বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১, প্রধানমন্ত্রী কার্যালয় খসড়ার নীতিগত অনুমোদন এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক কোম্পানি সংশোধন আইন ২০২১ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473