এনবি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে আবুল কালাম (৫৩) নামে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আহত কালাম জানান, তাদের বাসা কদমতলী পাটেরবাগ। পাটেরবাগ ইতালি মার্কেটে তিনি ও ছেলে আকরামুল হাসান (২০) মাছের ব্যবসা করেন। ভোরে ছেলে সহ রিকশা যোগে যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিলো মাছ কিনতে। পথে যাত্রাবাড়ী কুতুবখালী কবরস্থানের পাশে একটি মোটরসাইকেলে ২জন ছিনতাইকারী এসে তাদের রিকশার গতিরোধ করে।
তিনি জানান, ছিনতাইকারীরা তখন আবুল কালামের বাম হাতে চাপাতি দিয়ে একটি কুপ দেয়। এতে ভয় পেয়ে ছেলে আকরাম তার সঙ্গে থাকা ব্যবসার ৩৫ হাজার টাকা দিয়ে দেয় তাদের। পরে ছিনতাইকারীরা চলে গেলে আবুল কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মোঃ বাচ্চু মিয়া জানান, আবুল কালামকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তিতে তারা যাত্রাবাড়ী থানায় গিয়েছে মামলা করতে।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473