এনবি নিউজ : সফরকারী শ্রীলংকার বিপক্ষে আজ রবিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি তামিম ইকবাল। আর সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।
যেহেতু ঘরের মাঠে খেলা তাই লঙ্কানদের বিপক্ষে বেশ দাপটেই খেলবেন তামিম বাহিনী। তাছাড়া গত কয়েক বছরে বেশ উন্নতি হয়েছে টাইগারদের। কারণ একটা সময় বাংলাদেশ আর শ্রীলঙ্কা মানেই ছিল একপেশে লড়াই।
টাইগারদের পাত্তাই দিত না লঙ্কানরা। এমনকি পরিসংখ্যানেও এগিয়ে আছে শ্রীলঙ্কা। ওয়ানডে ফরমেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মোট ৪৮ বার মুখোমুখি হয়েছে। যেখানে সিংহলিজরা জিতেছে ৩৯ টিতে। আর বাংলাদেশের জয়ের সংখ্যা মোটে ৭ টি।
তবে যাইহোক এবার বদলা নেয়ার বাসনায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। যেহেতু ঘরের মাঠেই বাড়তি চ্যালেঞ্জ নিয়ে লঙ্কানদের বিপক্ষে লড়াই করতে মুখিয়ে আছেন তামিম-সাকিবরা।
জে/আর
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473