এনবি নিউজঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬ হাজার ৮০৭ পিস ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, ২ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা ও ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮টি মামলা করা হয়েছে।
এ টি / ২৬ জানুয়ারি ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473