এনবি নিউজঃ কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানিয়েছেন, কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে তৃতীয় দফায় আরও প্রায় তিন হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। শুক্রবারও এ প্রক্রিয়া চলবে।
বিষয়টি সম্পর্কে তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন প্রায় তিন হাজার রোহিঙ্গার তালিকা তৈরি করে কিছু সংখ্যককে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়েছে।
সেখান থেকে প্রথমে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ঘাটে নিয়ে যাওয়া হবে, পরে সেখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
এ টি/ ২৮ জানুয়ারি ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473