এনবি নিউজ : কোপা আমেরিকা শুরুর আগে বড় এক ধাক্কা খেয়েছে ভেনেজুয়েলা। খেলোয়াড়সহ দলটির ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা।
এর আগের দিন এক বিবৃতিতে দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ১২ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় ব্রাসিলিয়ার স্বাস্থবিভাগ, যে শহরে ম্যাচটি হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না এবং সবাইকে আলাদা হোটেল রুমে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কনমেবল তাদের দেখভাল করছে।
প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর। তবে কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়।
যে কারণে আর্জেন্টিনা থেকে এবারের কোপা আমেরিকা সরিয়ে নেওয়া হয়েছে সেই কোভিড-১৯ এর প্রকোপ ব্রাজিলে আরও বেশি। শুকবারও দেশটিতে এই ভাইরাসে মারা যায় ২ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ লাখ ৮০ হাজারের বেশি। স্বাগতিকসহ কয়েকটি দলের খেলোয়াড়রা এত খারাপ পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনের সমালোচনা করেছিলেন।