এনবি নিউজ : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৬ হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করে, যা আগের দিন লেনদেন শেষ হয়েছিল ৬ হাজার ২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২৮৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২১৮৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৮১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
অপরদিকে সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৭ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473