হতাহতরা হলেন- শেখ ফৌজিয়া বেগম (৪৭) এবং তার মেয়ে বিএফ শাহিন কলেজের এইচএসসির শিক্ষার্থী আনিছা (১৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাতে পথচারীরা তাদের হাসপাতালে আনলে চিকিৎসক ফৌজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আনিছা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
এনবি নিউজকে তিনি বলেন, “মা ও মেয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে গুলশানের সুবাস্তু নজর ভ্যালি মার্কের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটি ঘটে।”
সজীব ও আলমগীর নামে দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের বিপরীতে একটি যাত্রীবাহী বাস মা ও মেয়েকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তারা।
তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন সজীব ও আলমগীর।
ভাটারার 'সমতা আলফা গার্ডেনে' পরিবার নিয়ে থাকতেন ফৌজিয়া। বাসটি জব্দের সংবাদ দিলেও পরিদর্শক বাচ্চু মিয়া বাসটির নাম জানাতে পারেননি।