প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৮:৫৯ পূর্বাহ্ণ
সর্মা হাউজের নিচতলায় পাওয়া গেছে হাইড্রোকার্বন: বিস্ফোরক পরিদর্শক
এনবি নিউজ : রাজধানীর মগবাজারে শরমা হাউসের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি বলেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক।
মগবাজারে শরমা হাউসে বিস্ফোরণস্থল পরিদর্শনের পর আবুল কালাম আজাদ এ কথা বলেন। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে।
আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা সম্ভব হয়নি। শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে। তাঁরা তথ্য–উপাত্ত সংগ্রহের কাজ করছেন।
বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে প্রথম আলো। তবে মৃত্যুর তথ্য নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রোববার রাতে তিনজন মৃত্যুর খবর জানান। আর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাতজনের মৃত্যুর খবর জানিয়েছেন।
রাজধানীর মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পুলিশের পক্ষ থেকেও কমিটি গঠন করা হবে।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2024 Noakhali-news.com. All rights reserved.