রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তারা হলো- মো. শামীম রেজা, মো. কফিল উদ্দিন, মো. খোকন, মো. বেলাল হোসেন, মো. গিয়াসউদ্দিন, ওয়াসিম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ মিজান, মো. ইমরান, মো. রিন্টু ও মো. জুয়েল হোসেন।
র্যাবের দাবী আটককৃতরা পেশাদার জুয়াড়ি। করোনা সংকটকালীন সময়েও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জুয়ার আসর বসিয়েছিল তারা। র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া বীণা রানী দাস মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জনতে পারি করোনার প্রভাব ঠেকাতে চলা সরকারে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় কতিপয় ব্যক্তি আসর বসিয়ে জুয়া খেলায় মত্ত আছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-৩ এর আভিযানিক দল গতকাল রাত দেড়টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জুয়াড়ী চক্রের ১২ জনকে আটক করতে সক্ষম হয়
আটককৃতরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন জুয়া খেলে আসছে। এসব করে তারা সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। জুয়া খেলা ছাড়াও নেশার কারনে তারা তাদের পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালনেও ব্যার্থ। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামল হয়েছে।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473