রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবী গ্রেপ্তারকৃত ব্যক্তি ইয়াবার কারবারী। আটকের সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মঙ্গলবার (৬ জুন) দুপুরে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার মামুন শিকদারের বাড়ি তুরাগ থানার ধউর এলাকায়। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা তার কাছে ইয়াবা পাঠাতো। পরে সে এসব ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। মামুন দীর্ঘদিন ইয়াবার সরবরাহকারী হিসেবে কাজ করে আসছিল।
তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে আসছিলাম। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধউর এলাকায় মামুন অবস্থান করছে। পড়ে সেখানে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473