এনবি নিউজ : করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১৯৩ জনকে লাখ টাকা জরিমাণা করেছে র্যাব। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধের ৭ম দিনে সারা দেশে চলা র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ জরিমাণা করে। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার (৭জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
র্যাবের এ মুখপাত্র বলেন,করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৭ম দিনেও সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারাদেশব্যাপী মাঠে ছিল র্যাব। র্যাবের নিয়মিত টহল ও চেকপোষ্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
বুধবার বিধি-নিষেধ বাস্তবায়নে সারাদেশব্যাপী র্যাবের ১৯০টি টহল ও ১৯৪টি চেকপোষ্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি আগের মতো চলমান ছিল।
তিনি আরো বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এসময় বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ব্যতীত রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুজন আরোহন করাসহ অন্যান্য বিধি-নিষেধ অমান্য করায় সারাদেশব্যাপী পরিচালিত ২৪টি ভ্রাম্যমাণ আদালতে ১৯৩ জনকে ১ লাখ ২৬০ টাকা জরিমানা করে।
পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করে। ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473