এনবি নিউজ : দয়া করে রাস্তাঘাটে ভিড় করবেন না। জরুরি কাজ একটু কমান। দয়া করে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। এই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করব কি না সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরই।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও নগদ ৫০০ টাকা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনসহ প্রমুখ।
আইজিপি বলেন, প্রত্যেকেরই জরুরি কাজ। এমন যদি হয় দেশের ১৬-১৮ কোটি মানুষ জরুরি কাজের কথা বলে রাস্তায় বের হচ্ছেন। তখন শুধু পুলিশই নয় রাষ্ট্রও অসহায় হয়ে পড়বে। তাই আপনাকেই সতর্ক হতে হবে। আমরা সবাই মিলে কিন্তু রাষ্ট্র। আবারো বলছি দয়া করে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।
তিনি আরো বলেন, অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে। বাসায় বিরক্ত লাগে বলে বাহিরে বের হচ্ছেন। অনেকে আবার লকডাউন কেমন হচ্ছে তা দেখার জন্য বের হচ্ছেন। দয়া করে এই কাজগুলো করবেন না। করোনার সেকেন্ড ওয়েভের স্থায়ীত্ব নির্ভর করে আমাদের প্রত্যেকের আচরণের ওপর। আগামী ৫০ বছর পর্যন্ত ভালো থাকতে দুই সপ্তাহ বাসায় বসে থাকা খুব বেশিকিছু না।
করোনা দুর্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ঢাকা শহরে ২ কোটি মানুষ বসবাস করে। প্রতিটি পরিবারে পাঁচ জন করে সদস্য থাকলে সারা ঢাকায় ৪০ লাখ পরিবার বসবাস করে। এক প্লেট করে সবাই ভাত দিলেও ৪০ লাখ মানুষের মুখে খাবার তুলে দেয়া সম্ভব।
তিনি আরো বলেন, দুর্যোগের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাষ্ট্রীয় কর্তব্য, ধর্মীয় কর্তব্য। এই ধরনের কাজে যদি সহযোগিতা লাগে তাহলে বাংলাদেশ পুলিশ বাহিনী আপনাদের সঙ্গে আছে।
যদি আপনি সাহায্য করতে চান কিন্তু আপনার সাহায্য পৌঁছে দেয়ার ক্ষমতা না থাকে, আমাদের বলবেন আমরা পৌঁছে দেব আপনার পক্ষ থেকে। আসুন আমরা হাতে হাত ধরে কাজ করি ও এই দুর্যোগ অতিক্রম করি।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473