এনবি নিউজঃ গতকাল শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে, করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্কের ব্যবহার নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের করোনা মোকাবিলার পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।
সাউথ এশিয়ায় বাংলাদেশ করোনা মোকাবিলায় প্রথমে রয়েছে। আমেরিকা যে কাজ করেছে তিন মাস পরে, আমাদের দেশ সেই কাজ করেছে তিন মাস আগেই।
মন্ত্রী আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই তিনি ১৫টি এক্সিকিউটিভ অর্ডার পাস করেন। তার মধ্যে মাস্কের ব্যবহার প্রথমেই এসেছে। অর্থাৎ সে দেশেও সেবা পেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে।
সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার ছানুসহ জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ টি/৩১ জানুয়ারি ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473