ডা. আবদুল মোমেন বলেন, হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ১৯২ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০০ জনসহ মোট ২৯২ জন ভর্তি রয়েছে। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় আরও প্রায় ১০০ রোগী ভর্তি আছে।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে। আর সর্বশেষ মাত্র ১১ দিনে মারা গেছে ১২০ জন। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬০ জন।
চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না তারা।
এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473