এনবি নিউজ : চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময়ের মধ্যে পশুর হাটে কেনা-বেচা চলবে ২১ জুলাই পর্যন্ত।
আজ সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
জানানো হয়, কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি হাট। আর দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি হাট।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473