নিউজ ডেস্ক : কুন্দ্রা কাহিনিতে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। পর্নো ছবি তৈরির অভিযোগে ১৯ জুলাই রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর থেকেই তা নিয়ে চর্চা চলছে। ইতিমধ্যেই রাজের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে গুপ্ত আলমারির হদিশ পেয়েছেন মুম্বই পুলিশের তদন্তকারী অফিসাররা। শোনা গিয়েছে, সেই আলমারির ভিতরে নাকি কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে। তা দেখেই মনে করা হচ্ছে, আরও পর্নো ফিল্ম তৈরির পরিকল্পনা ছিল রাজ কুন্দ্রার। রাজের গোপন আলমারিতে নাকি ক্রিপ্টো কারেন্সিও পাওয়া গিয়েছে। অ্যাপের মাধ্যমে রমরমিয়ে পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এই অভিযোগে ১৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হচ্ছে শিল্পা শেঠির স্বামীকে। ইতিমধ্যেই শিল্পার বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী অফিসাররা। শোনা গিয়েছে, বয়ানে শিল্পা জানিয়েছেন পর্নো ব্যবসা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। আবার এই বিষয়ে তার স্বামী নির্দোষ বলেও দাবি করেছেন শিল্পা।
এটি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473