এনবি নিউজ : দেখতে দেখতে টোকিও অলিম্পিকের অষ্টম দিনের লড়াই শেষ হলো। আট দিন শেষে স্বর্ণ জয়ে শীর্ষে আছে চীন। এখন পর্যন্ত ১৯টি স্বর্ণপদক জিতেছে চীন। এ ছাড়া রুপা জিতেছে ১০টি ও ব্রোঞ্জ জিতেছে ১১টিতে। সব মিলে চীন জিতেছে ৪০টি পদক। অন্যদিকে, চীনের পাশাপাশি মোট পদকের হিসাবে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ১৪টি স্বর্ণসহ মোট ৪১টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র।
মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নেমেছিলেন জুনায়না আহমেদ। হিটে ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। জুনাইনার আগের ক্যারিয়ারসেরা ২৯.৫ সেকেন্ড। টোকিওতে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন জুনায়না। মোট ৮১ জনের মধ্যে ৬৮তম হয়েছেন বাংলাদেশি এই সাঁতারু।
জুনায়নার আগে কাল ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন বাংলাদেশের আরিফুলও। আট জনের মধ্যে হিটে তৃতীয় হয়েছেন তিনি। অবশ্য ক্যারিয়ারসেরা টাইমিং করেও লাভ হয়নি তাঁর। হিটে তৃতীয় হয়ে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিযোগীকে।
ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্ট্রাইলে ২৪.৮১ সেকেন্ড সময় নিয়েছেন আরিফুল। এটাই তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং। এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। যেটা ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে করেছিলেন আরিফুল। এদিকে, ২৪.৭১ সেকেন্ডে নিয়ে ছেলেদের হিটে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান।
দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
চীন ১৯ ১০ ১১ ৪০
জাপান ১৭ ৪ ৭ ২৮
যুক্তরাষ্ট্র ১৪ ১৬ ১১ ৪১
রাশিয়া ১০ ১৪ ১০ ৩৪
অস্ট্রেলিয়া ৯ ২ ১১ ২২
ব্রিটেন ৬ ৯ ৯ ২৪
দক্ষিণ কোরিয়া ৫ ৪ ৬ ১৫
নেদারল্যান্ডস ৩ ৭ ৫ ১৫
ফ্রান্স ৩ ৫ ৫ ১৩
জার্মানি ৩ ৪ ৯ ১৬
কানাডা ৩ ৩ ৫ ১১
নিউজিল্যান্ড ৩ ৩ ২ ৮
চেক প্রজাতন্ত্র ৩ ২ ১ ৬
ক্রোয়েশিয়া ৩ ১ ২ ৬
ইতালি ২ ৭ ১১ ২০
হাঙ্গেরি ২ ১ ২ ৫
কসোভো ২ ০ ০ ২