এনবি নিউজ : ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চীনে। গত ১০ দিনে তিন শতাধিক মানুষ এ ভ্যারিয়েন্টে নতুন করে শনাক্ত হয়েছেন। দেশটির ১৫টি প্রদেশ এবং পৌরসভায় করোনা শনাক্ত হওয়ায় ভাবিয়ে তুলছে সরকারকে।
চীনের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর শিরোনামে সম্প্রতি জায়গা করে নিচ্ছে ডেল্টা। এই ভ্যারিয়েন্ট হু হু করে বাড়ছে বিভিন্ন প্রদেশে। সংক্রমণের কারণে কয়েক লাখ মানুষকে করোনা পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে সরকার। এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে চীনের সব নাগরিককে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে কিনা। তবে সরকারের দাবি, চীনে এ পর্যন্ত একশ ৬০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানের কাঁচাবাজার থেকে করোনার উৎপত্তি ঘটে। এরপর মহামারিতে রূপ নিয়েছে কোভিড-১৯। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ ৪৪ হাজার-এ।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473