এছাড়া কৃষি ও পল্লি উন্নয়নে অবদানের জন্য কৃষি উদ্যোক্তা মোছা. নুরুন্নাহার বেগম, রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং গবেষণা ক্ষেত্রে নেত্রকোনা জেলার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহান) পেয়েছেন বঙ্গমাতা পদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। তাদের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক প্রাপ্ত এবং তাদের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
উপরে বাঁ থেকে ঘড়ির কাঁটার দিকে: অধ্যাপক মমতাজ বেগম (মরণোত্তর), জয়া পতি (মরণোত্তর), মোছা. নুরুন্নাহার বেগম, নাদিরা জাহান (সুরমা জাহান) ও অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়েছেন।
এখন থেকে প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এই পদক দেওয়া হবে, যা ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে গণ্য।পদক প্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম সোনা দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সনদ দেওয়া হয়। পদক প্রাপ্তদের মধ্যে অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল অনুষ্ঠানে বক্তব্য দেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।