এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং সাত জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী অন্যান্য জটিলতায় মৃত্যু হয়েছে অপর একজনের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানান, মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আট জন, পাবনার তিন জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪০ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩২৫ জন রোগী ভর্তি রয়েছে।