এনবি নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগই এ হামলা চালিয়েছে।
এদিকে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগ নয় বরং শোকের মাসে সাধারণ শিক্ষার্থীরাই ‘ইতিহাস বিকৃতকারীদের’ (ছাত্রদলকে) প্রতিহত করেছে বলে যুগান্তরকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের ঘাতকদের যারা উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাদের একমাত্র রাজনৈতিক অ্যাসাইনমেন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক। ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না।
সাধারণ শিক্ষার্থীরা আসলে কারা এমন প্রশ্নে ডাকসুর সদ্য সাবেক এজিএস সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে সকলের একটি পরিচয় রয়েছে। শোকের মাসে ষড়যন্ত্রের কুশীলবদের শিক্ষার্থীরা কোনোভাবেই স্বাগত জানাতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় উপযোগী রাজনৈতিক অঙ্গিকার পূরণ করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানান, আটককৃত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউনসহ আমাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473