নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটলো। এর আগে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে কাবুল বিমানবন্দরের কাছে চারদিনের মাথায় ফের বিস্ফোরণ। খবর দ্য গার্ডিয়ানের।
বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় বিস্ফোরণের মূল চক্রীকে হত্যার দাবির পর আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে, আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ।
চারদিন আগে কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএসের খোরাসান গোষ্ঠী। এবারের বিস্ফোরণের পিছনে কারা, সেটা এখনও স্পষ্ট নয়। এছাড়া আজকের বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473