এনবি নিউজ : আওয়ামী লীগ নয়, ‘আমলা লীগ’ দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে শুক্রবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, আজকাল আপনি জেলাগুলোতে যদি যান, আপনি ঢাকার ডিসি (জেলা প্রশাসক) অফিসে যান যেখানে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয় বা কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মিটিং হয় সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নাই এখন। এখন তো পুরো আমলা লীগ। আমলা মানে- সামরিক, বেসামরিক, পুলিশ সব। এই একটা অবস্থা বাংলাদেশে হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করতে। আমরা খবরের কাগজে দেখি যে, কারা হত্যা করছে? বেশিরভাগ দেখি যে, পুলিশের লোক জোর করে তুলে নিয়ে অপহরণ করে চাঁদা আদায় করছে। আমরা যখন দেখছি যে, পুলিশের অফিসার তারা ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছে। পত্রিকায় খুলে দেখবেন তখন তারা একটা নতুন কারসাজি শুরু করেছে। আইজি (পুলিশের মহাপরিদর্শক) বলেছেন যে, এখন পুলিশ সাংবাদিকতাও করবে। কী অবস্থা দেশের যে এখন আইনশৃঙ্খলা রক্ষা বাদ দিয়ে, চোর-ডাকাতকে ধরা বাদ দিয়ে, যারা অন্যায় করছে তাদেরকে ধরা বাদ দিয়ে, তারা সাংবাদিকতাও করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী। পুলিশ যখন সাংবাদিক করতে চায় তাহলে বুঝতে হবে যে, এই রাষ্ট্র আর নেই। এই রাষ্ট্রে করবে না কেন? পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে, ওরা নিজেরাই বলে বাতির রাজা হচ্ছে ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473