এনবি নিউজঃ করোনাভাইরাসের টিকা নিতে দেশে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন।
আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান।
আগামীকাল ৭ ফেব্রুয়ারী সকাল থেকে রাজধানীর ৪৩টি সরকারি হাসপাতালসহ সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।
নাসিমা সুলতানা বলেন, সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে।
পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত হওয়ার কোন কারন নেই।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473