প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ৪:০৮ পূর্বাহ্ণ
মার্কিন দূতাবাসের কাছে ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা
এনবি নিউজ ডেস্ক : ইরাকের আরবিল শহরে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। মার্কিন দূতাবাসের কাছেই ওই বিমানবন্দর। কুর্দি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে স্থানীয় সময় গতকাল শনিবার জানিয়েছে, দুটি ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি। বিমানবন্দরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর এএফপির।
ওই বিমানবন্দর জঙ্গিবিরোধী বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেছেন, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এএফপির এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, তিনি দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উড়তে দেখেছেন। সাইরেনের শব্দ শুনেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
সম্প্রতি কয়েক মাসে ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। ওয়াশিংটন ইরাকে এসব হামলার জন্য ইরান–সমর্থিত বাহিনীকে দায়ী করেছে।
সশস্ত্র ড্রোন হামলা জঙ্গি দমনকারী জোটের জন্য এবং যুক্তরাষ্ট্রের স্থাপিত সি র্যাম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে গত জুলাইয়ে বেশ কয়েকটি ড্রোন স্থাপন করা হয়। তবে এগুলোতে বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক সপ্তাহ আগে বাগদাদের বিমানবন্দরে তিনটি ড্রোন স্থাপন করা হয়। ওই বিমানবন্দরেও মার্কিন সেনা মোতায়েন ছিল।
কয়েক সপ্তাহ আগে বাগদাদে বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়। বিমানবন্দরে মার্কিন সেনা মোতায়েন করা হয়। ইরাকে ইরান ও যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলোর সামরিক উপস্থিতি রয়েছে। ইরাকে ২ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
৯/১১ হামলার ২০ বছর পূর্তির দিনে সাম্প্রতিক এ হামলার ঘটনা ঘটল। ৯/১১–এর ওই হামলায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের রাজধানী হলো আরবিল। কুর্দি প্রেসিডেন্ট নেচিরাভন বারজানি সেখানকার প্রেসিডেন্ট।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2024 Noakhali-news.com. All rights reserved.