এনবি নিউজঃ রোববার সকালে মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে দেশব্যাপী করোনার টিকা কার্যক্রমের উদ্বোধনের পর টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী-এমপিসহ সমাজের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।
তিনি বলেন, করোনার টিকা পেতে ছয় মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে করোনার টিকা কোভ্যাক্স আসবে। সেই টিকা দেওয়া হবে। সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এটা এক মাসের কাজ নয়।
করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে আজ একযোগে টিকা দেওয়া শুরু হয়েছে। ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে। ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত রয়েছে আজ।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473