এনবি নিউজ ডেস্ক : ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে, শস্য চুক্তি বাস্তবায়ন না করার উপায় খুঁজছে রাশিয়া। শনিবার এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘এই ঘটনা শুধু একটি জিনিসই প্রমাণ করে। সেটি হচ্ছে, রাশিয়া মুখে যাই বলুক এবং প্রতিশ্রুতি দিক না কেন, প্রকৃতপক্ষে তারা সেটি বাস্তবায়ন না করার উপায় খুঁজে বের করবে।’
এদিকে কৃষ্ণসাগর উপকূলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও বন্দরটি থেকে শস্য রফতানির প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, ‘আমরা আমাদের বন্দর থেকে কৃষিপণ্য রফতানি শুরুর জন্য প্রযুক্তিগত প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’
এ টি