এনবি নিউজ : সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় পর্যায়ের দুই জন নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন— ভাইস চেয়ারম্যান এম এন মোস্তফা নূর ও ওবায়দুল্লাহ মামুন।
আজ সোমবার তারা পদত্যাগের কথা জানান।
পদত্যাগের বিষয়ে ভাইস চেয়ারম্যান এম এন মোস্তফা নূর বলেন, ‘দীর্ঘদিন ধরে পার্টিতে গঠনতন্ত্রের চর্চা দেখছিলাম না। কথায় ও কাজে মিল পাচ্ছিলাম না। আমাদের আস্থা ছিল— জাতির সামনে রুল প্লে করবো, সেই পরিসর সেখানে সংকীর্ণ। তাই দল ত্যাগ করেছি। আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, ‘১৪ বছর ধরে কল্যাণ পার্টি সক্রিয়। চাইলে দল হিসেবে আরও বড় হতো পারতো। কিন্তু হলো না, তাই সরে গেলাম। নিজের ইজ্জত নিয়ে সরে গেলাম।’
কল্যাণ পার্টির একটি সূত্র জানায়, দলটিতে জামায়াত থেকে আসা নেতাকর্মীদের প্রভাব বিস্তারের কারণে পুরনো নেতারা কোণঠাসা হয়ে পড়েন। সর্বশেষ রবিবার (২ সেপ্টেম্বর) বিএনপির সঙ্গে মতবিনিময়ে ‘জামায়াতপন্থীদের’ প্রাধান্য দেওয়ায় পদত্যাগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘তারা এবি পার্টি থেকে এক বছর আগে এসেছিলেন। এখানে জায়গা নেই দেখে চলে গেছেন। শোকর আলহামদুল্লিাহ।’
দলের এক নেতা দাবি করেন, পদত্যাগের সংখ্যা আরও বেশি। যদিও কোনও নেতার নাম তিনি জানাতে পারেননি।
এ টি