এনবি নিউজ ডেস্ক : ইউক্রেনে হামলার কারণে গতমাসে রাশিয়ার সেনাবাহিনীকে ‘পৃথিবীর নিষ্ঠুর সেনাবাহিনী’ বলে মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। তার এই মন্তব্যের জন্য এবার রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে ভ্যাটিকান সিটি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ কথা জানিয়েছেন। খবর ডেইলি মেইলের।
গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারের দেওয়ার সময় রাশিয়ার সেনাবাহিনীকে তুলোধুনো করেন পোপ ফ্রান্সিস।
তিনি বলেন, ‘রাশিয়ার সেনারা ইউক্রেনে চেচেনদের মতো বর্বর আচরণ করছে। ‘
রাশিয়ার ওপর ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ অনেক আগে থেকেই। সেইসঙ্গে ইউক্রেনের বুচাসহ কয়েকটি শহরে গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে মস্কো।
এ টি