• বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

সুবর্ণচরে প্রকাশ্য জনসভায় নিজ দলের নেতাকর্মীদের হুমকি বিএনপি নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫ সংবাদটির পাঠক ৬ জন

নোয়াখালী সুবর্ণচরে প্রকাশ্য জনসভায় নিজ দলের নেতাকর্মীদের প্রকাশ্য উস্কানীমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য দেন চর আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার বাবুল।

সম্প্রতি নোয়াখালী ৪ আসনের সাবেক সাংসদ মোঃ শাহজাহান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের রাজনৈতিক গ্রুফিং দৃশ্যমান হচ্ছে। তারা দুজনই আগামী সাংসদ নির্বাচনে নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী।

এরই জেরে গতকাল ২০ই জুন চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে একটি পথসভায় নাছির গ্রুফের নেতাকর্মীদের হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন সাবেক এমপি মোঃ শাহজাহান গ্রুফের সমর্থক ইউনিয়ন বিএনপির এই নেতা।

তিনি হুমকি দিয়ে বিএনপি নেতাকর্মীদের বলেন, তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালা টালা (পা) কুচা করি ফালামু, একদম কুচা করি ফালামু।এই এলাকায় ভোট করমু আমরা, আমরা, আমরা। মোঃ শাহজাহানের পক্ষ থেকে ভোট করবো। আমাদের নেতারা যেই নির্দেশ দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো, কারন আমরা আলহাজ্ব মোঃ শাহজাহানের সৈনিক।

এ বক্তব্যর পরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃস্টি হয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তারা বলছে ১৬ বছর আন্দোলন সংগ্রাম যারা করেছে ওনি তদের হুমকি দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যর জন্য যদি তিনি ক্ষমা না চান তাহলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের কারনে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘঠনা ঘঠলে এর দায়ভার তাকেই নিতে হবে।

অভিযুক্ত আবুল বাশারের বাবুলের সাথে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করলেও তার বক্তব্য পাওয়া যায় নি।

এঘঠনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. এবিএম জাকারিয়া বলেন, এরকম বক্তব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরাসরি দলের বিরুদ্ধে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৪১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:৫৬ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:০৩ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৩২ অপরাহ্ণ
    এশা রাত ৬:৪৭ অপরাহ্ণ