এনবি নিউজঃ বুধবার সকালে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। প্রথম দিনেই অফিসে বসে বাইডেন ১৫টি নির্বাহী আদেশে সই করেন।
এর মধ্যে অন্যতম হল- কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল।
এই সিদ্ধান্তের ফলে ধারণা করা যায় যে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল সেই নীতি থেকে বেরিয়ে আসবে বাইডেন প্রশাসন।
বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব বাতিল করা সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প।
এ টি/২১ জানুয়ারি ২০২১