এনবি নিউজ : রাজধানীতে সকাল ৬টা থেকে অর্ধেক যাত্রী নিয়ে ফের শুরু করে গণপরিবহন চলাচল। নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি ভাড়ায় যাত্রী পরিবহনগুলো রাস্তায় নেমেছে। তবে, খড়্গ থাকছে উবার-পাঠাওসহ সব রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে। সকাররের নির্দেশনা অনুযায়ী তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। যে কারণে আজ বুধবার রাজধানীর খিলক্ষেত, তেজগাঁও, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে উবার-পাঠাও চালকরা। এমনকি কিছু সময়ের জন্য সড়ক অবরোধও করেছিল তারা।
বিক্ষোভ করতে করতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের চালকরা। তারা বলেন, সংসার চালাতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন তারা। সরকারের নির্দেশনায় গণপরিবহন চললেও মোটরসাইকেল বন্ধ করে তাদের পেটে লাথি মারা হচ্ছে।
এ টি