নিউজ ডেস্ক : কলকাতার অভিনেত্রী পল্লবী শর্মার সঙ্গে আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের একটি ছবি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
ছবিটিতে দেখা যায়, ‘কে আপন কে পর’ ধারাবাহিকের অভিনেত্রী ‘জবা বৌদি’ ও নোবেল মালাবদল করছেন। তবে ছবিটি ভুয়া।
জানা গেছে, গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেল তার বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
সংগীতশিল্পী নোবেলের পুরনো ছবি ব্যবহার করে এক ব্যক্তি নেটদুনিয়ায় ছেড়ে দিয়েছেন বলে আনন্দবাজার দাবি করেছে। তবে প্রতিবেদনের সত্যতা প্রমাণ হিসাবে ওই ব্যক্তির স্যোশাল মিডিয়া অ্যাকেউন্টের কোনো লিঙ্ক দেওয়া হয়নি।
আনন্দবাজার এও জানিয়েছে, ছবি পোস্ট করে ওই নেটিজেন নাকি লিখেছেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল’।
তবে নোবেলের বোনের মুখের জায়গায় অভিনেত্রীর জুড়ে দিয়ে এ ধরনের রসিকতা বাজে মানসিকতার পরিচয় বলে মনে করছেন অনেকে।
এটি