এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বাধিক ১৮ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং ৯ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জের চার জন, নওগাঁর তিন জন এবং নাটোরের একজন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। আজ সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪২৩ জন।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাজশাহী মহানগর এলাকায় আগের ঘোষিত ১৪ দিনের সর্বাত্মক লকডাউন গত বুধবার রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, সংক্রমণ না কমায় জেলা প্রশাসন লকডাউন আরও সাত দিন বাড়িয়েছে। ফলে ২১ দিনের লকডাউন শেষ হবে আগামী ৩০ জুন রাত ১২টায়।