এনবি নিউজ : আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে টের পেয়ে ফেসবুক লাইভে আসেন ঢাকাই সিনেমার আলোচিত নাায়িকা পরীমনি।
বুধবার বিকালে নিজের ভেরিফায়েড আইডি থেকে বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন অভিনেত্রী। তবে হামলা বা ভাঙচুরের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন। এরপর র্যাবের কয়েকজন সদস্য পরীমনির বাসায় যান। র্যাব পরিচয় দিলেও পরীমনি দরজা খুলেননি।
এক পর্যায়ে লাইভে থেকেই মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় পরীমনিকে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে কেউ কিছু করে পার পাবে না, এত সোজা না।’
তিনি আরও বলেন, মরতে তো হবেই, নিয়ে মরবো। এরপর পরীমনি কলটি কেটে দেন। এ সময় পাশে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, দেখতো বনানী থানা থেকে লোকজন আসতেছে, একটা ফোন দাও না।
এর কিছু সময় পর বাসার দরজা খুলে দেন পরীমনি। তখনও লাইভ চলছিল। এরপর র্যাবের হস্তক্ষেপে লাইভ বন্ধ করতে বাধ্য হন নায়িকা।
এ টি