এনবি নিউজ : মৌসুমের শুরুটা জয় দিয়ে করা বার্সেলোনা দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেল। লা লিগার এবারের মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে কোনো মতে হার এড়াল কাতালান ক্লাবটি।
গতকাল শনিবার রাতে বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। বিলবাওয়ের হয়ে গোল করেছেন ইনিগো মার্টিনেস। অন্যদিকে বার্সার হয়ে একমাত্র গোলটি করেছেন মেমফিস ডিপাই।
মৌসুমে এটাই বার্সার প্রথম ড্র। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেও ড্র করেছিল বিলবাও। এই নিয়ে দুই ম্যাচে ড্র করল ক্লাবটি।
এদিন ম্যাচের ৬৮ ভাগ সময় বল দখলে রাখলেও আক্রমণে ধার দেখাতে পারেনি বার্সেলোনা। বরং আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকেরাই। নিজেদের ধরে রেখে ম্যাচের ৫০ মিনিটে গোলের দেখা পেয়ে যায় বিলবাও। ইকের মুনিয়ানের কর্নার থেকে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মার্টিনেস।
পিছিয়ে যাওয়ার রক্ষণে জোর দেয় বার্সা। কিন্তু নিজেদের জাল রক্ষা করতে পারলেও এক পর্যায়ে হেরে যাওয়ার উপক্রম হয় ক্লাবটির। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন জয়নি। ইনজুরি সময়ে বার্সাকে রক্ষা করেন মেমফিস। ৯৩ তম গোলে করে দলকে ড্র হার থেকে বাঁচান তিনি। চলতি লিগে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে বিলবাও নয়ে।