এনবি নিউজ : মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়।মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন কয়েকশ নারী। বুধবারের ওই বিক্ষোভে তালেবান নারীদের ওপর চাবুক আর লাঠি ব্যবহার করেছে বলে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে।
ওই বিক্ষোভের বেশকিছু ছবি আর ভিডিও সংগ্রহ করেছে সিএনএন। যেসব ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভরত নারীরা, ‘আফগান নারীরা দীর্ঘজীবী হোক’ বলে শ্লোগান দিচ্ছেন। কেউ কেউ ‘কোনো সরকার নারীর উপস্থিতি অস্বীকার করতে পারে না’ এবং ‘আমি বারবার স্বাধীনতার গান গাইব’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন।
বুধবারের বিক্ষোভে অংশ নেওয়া এক নারী জানান, সদ্য ঘোষিত সরকারে কোনো নারীর পদ না থাকায় আমরা এখানে সমবেত হয়েছি।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারীর ওপর তালেবান চাবুক আর লাঠি ব্যবহার করেছেন বলে দাবি করে তিনি জানান, তারা চাবুক আর লাঠি নিয়ে আঘাত করে আমাদের ঘরে ফিরে গিয়ে আমিরাতকে স্বীকৃতি দিতে ও মেনে নিতে বলেন। কিন্তু আমরা কেন আমিরাতকে মেনে নেব, যেখানে আমাদের অন্তর্ভূক্ত করা হয়নি। এমনকি আমাদের কোনো অধিকারও দেওয়া হয়নি?
অবশ্য এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ টি