এনবি নিউজ : পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে হাত হারানো বরিশালের মুলাদীর সাত বছরের শিশু মো. জুবায়েরকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সংশ্লিষ্টদের প্রতি এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. আবদুল্লাহ আল মাহবুব সাংবাদিকদের আদালতের আদেশের বিষয়টি জানান।
এডভোকেট আবদুল্লাহ আল মাহবুব বলেন, শিশু জুবায়েরের পিতা তোফাজ্জল হোসেন হাইকোর্টে ক্ষতিপূরণের নির্দেশনার আর্জি পেশ করে রিটটি দায়ের করেন।
এডভোকেট মাহবুব বলেন, বরিশালের মুলাদীতে শিশু জুবায়েরের দুই তলা বাড়ীর ছাঁদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গিয়েছে। বাড়ির ওপর থেকে এই লাইন সরাতে আবেদন করে শিশু জুবায়েরের পরিবার। তারপরও সংশ্লিষ্টরা বিদ্যুৎ লাইনটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপন করেননি। বিষয়টি নিয়ে গনমাধ্যমেও প্রতিবেদনও প্রকাশ হয়েছে। এরই মধ্যে জুবায়ের বিদ্যুতায়িত হন। তাকে রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার বাম হাত পুরোপুরি কর্তন করা হয় ও ডান হাত অকেজো হয়ে গেছে।
রিট আবেদনে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুয়তান বোর্ডের চেয়ারম্যানসহ ১৪ জনকে
বিবাদী করা হয়েছে।