হাসপাতাল কতৃপক্ষ বিবৃতিতে জানায়, “রোগী এখন স্থিতিশীল আছে এবং সেপ্টেম্বরে চিহ্নিত হওয়া কোলন টিউমারের জন্য চিকিৎসা চালিয়ে যাবে।”
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল গ্রেটের কেমোথেরাপি চলবে।
সেবার মাসখানেক হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন পেলে। এরপর গত ৮ ডিসেম্বর আবার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে পেলে হাসপাতাল থেকে বলেছিলেন, বড়দিনের আগেই বাড়ি ফিরবেন।
অনেকের মতেই ইতিহাসের সেরা ফুটবলার পেলে সাম্প্রতিক বছরগুলোয় নানা রোগের সঙ্গে লড়াই করছেন। শরীরের পেছন দিকের অস্ত্রোপচারের পর এখন তিনি সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। শরীরের আরও কিছু সমস্যায় ভুগতে হয়েছে তিনটি বিশ্বকাপ জয়ী তারকাকে।