এনবি নিউজ : আজ শনিবার বেলা ১১টায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বিএনপি এখনো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি। তারা এই প্রক্রিয়ার সঙ্গে নেই বলেছে। তাই বলাই যায় বিএনপি একটি গণতান্ত্রিক দল নয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আগামী জাতীয় নির্বাচন হোক বা যে কোনো কর্মসূচি হোক সুচারুরূপে পালন করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করে যাবে।
তিনি বলেন, বিএনপি যদি দেশে কোনো আইন শৃঙ্খলা বিরোধী কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা বিশ্বাস করি বিএনপি এখন যে সমস্ত কথা বলছে তাদের নেতাকর্মীদের একটু হ্যাপি রাখার জন্য বলছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। বিএনপি নির্বাচন, রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে কখন কি বলে তারা নিজেরাও জানে না।
এরআগে টুঙ্গিপাড়ায় সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাইফুল ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এটি